প্রকাশিত: Sun, Dec 17, 2023 11:05 PM
আপডেট: Wed, Jul 2, 2025 10:38 AM

[১]ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জি এম কাদের

মাসুদ আলম: [২] তবে রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের নির্বাচন করছেন। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

[৩] গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছিলেন। তবে জাপা চেয়ারম্যান রংপুর-৩ সংসদীয় আসন থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

[৪] এম এ রাজ্জাক খান বলেন, রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন বিধায় জি এম কাদের ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন।

[৫] ঢাকা-১৩ ও ঢাকা-১৪ আসন থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে জাপা। এই দুই আসনে নির্বাচন করার কথা ছিল জাপার সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম সেন্টু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো। সম্পাদনা: ইকবাল খান